Monday, September 21, 2020

HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH BENGALI BOOK REVIEW | হায়রোগ্লিফের দেশে অনির্বাণ ঘোষ পাঠপ্রতিক্রিয়া

AMIT KUMAR DEBNATH

 

hieroglyph er deshe anirban ghosh bengali book review
HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH BENGALI BOOK REVIEW

    HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH, আড্ডার ছলে মিশরের ইতিহাসের তথ্য উন্মোচনের  সমান্তরালে অধুনা কলকাতায় জমাট বাঁধতে থাকা এক রহস্যের কাহিনী।

HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH BENGALI BOOK REVIEW | হায়রোগ্লিফের দেশে অনির্বাণ ঘোষ পাঠপ্রতিক্রিয়া

 

AUTHOR/লেখক- ANIRBAN GHOSH / অনির্বাণ ঘোষ

PUBLISHER/ প্রকাশক-BOOK FARM

MAIN CHARACTERS/প্রধান চরিত্রে- স্পন্দন বসু, ভবেশ সামন্ত, প্রদীপ্ত ঘোষ প্রমুখ

HIEROGLYPH ER DESHE ONLINE BUY AMAZON LINK-

 

HIEROGLYPH ER DESHE BOOK SUMMARY/ সংক্ষিপ্তসার


hieroglyph er deshe anirban ghosh bengali book review
HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH BENGALI BOOK REVIEW


    ANIRBAN GHOSH এর HIEROGLYPH ER DESHE বইটি Medical College এর দুই ছাত্র স্পন্দন আর প্রদীপ্ত এর গল্প। Egypt ফেরত মামার travelogue শুনে স্পন্দনের মনে সেই দেশটার সম্পর্কে চরম কৌতূহল সৃষ্টি হয়। কৌতূহল নিরসনের জন্য একদিন roommate প্রদীপ্ত  ওরফে PG কে নিয়ে সে ঢুঁ মারে College Street এ, মিশর নিয়ে কিছু বই সংগ্রহ করার উদ্দেশ্যে। সেখানেই তাদের সাথে  পরিচয় হয় ভবেশ সামন্তর। ভবেশবাবুর একটা বইয়ের দোকান আছে, পাশাপাশি তিনি একজন গ্রন্থকীট। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল মিশর সম্পর্কে তার জ্ঞান, যা কোন Egyptologist এর থেকে কম নয়।মিশর নিয়ে আলোচনা করতে করতে এদের মধ্যে বেশ একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।ভবেশদা গল্পের ছলে স্পন্দন আর PG কে Egypt এর ইতিহাসের বিভিন্ন ঘটনা বলেন।মিশরের দেবদেবীর বর্ণনা, মৃত্যুর পর মানুষের আত্মার পরলোক যাত্রা, Book of the Dead এর রহস্য, মৃতদেহের Mummificatioএর সম্পূর্ণ পদ্ধতি , Hieroglyphics পাঠোদ্ধারের রোমাঞ্চকর ইতিহাস, এমনকি কিছুটা Hieroglyphics পড়া, বিভিন্ন ফ্যারাওদের বংশের ইতিহাস,বিখ্যাত Pyramid গুলো নির্মাণের নেপথ্যের কাহিনী, তাদের গঠনশৈলী এবং বেশ কয়েক হাজার বছর পর তাদের আবিষ্কার ও খননকার্যের চমকপ্রদ ঘটনা, Tutankhamun এর অভিশাপের সত্যতা থেকে Cleopatra র সৌন্দর্যের রহস্যের পাশাপাশি Sphinx, Obelisk সহ প্রাচীন মিশর সভ্যতার প্রায় সবকটি বিস্ময়কর স্থাপত্যের খুঁটিনাটি সম্পর্কে ভবেশদার বক্তব্য কে মোট পঁচিশটি অধ্যায়ে আমাদের কাছে পরিবেশন করেছেন লেখক অনির্বাণ ঘোষ তার হায়রোগ্লিফের দেশে বইতে।চা এর দোকানে, Medical College এর মেসে, Ice cream parlourএ এমনকি ভবেশদার বাড়িতে তাদের এই মিশর নিয়ে আড্ডা চলাকালীন বইয়ের বর্তমান timeline এ ঘনীভূত হয় একটা ভিন্ন রহস্যের বাস্প।   এই গল্পের দুই তরুন হবু doctor কি এই রহস্যের জালে জড়িয়ে পরবে? একজন সাধারন বই বিক্রেতার পক্ষে, খালি বই পড়ে কি প্রাচীন মিশরিয় সভ্যতার মত এক রহস্যময় একটি সভ্যতার এত খুঁটি নাটি জানা সম্ভব? বৈঠকি চালে মিশরের ইতিহাস জানতে জানতে এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজতে চলুন নীল নদের পাড়ে, ANIRBAN GHOSH এর HIEROGLYPH ER DESHE

 

hieroglyph er deshe anirban ghosh bengali book review
HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH BENGALI BOOK REVIEW

HIEROGLYPH ER DESHE BOOK REVIEW/ হায়রোগ্লিফের দেশে পাঠপ্রতিক্রিয়া

    মিশর নামটা শুনলে প্রথমেই আপনার কি মনে পড়ে?  আমার তো চোখের সামনে ভেসে ওঠে সোনালী মরুবালির ওপর বিরাট বিরাট পিরামিড, মমি আর The Mummy সিনেমার সেই মাংসাশী পোকা গুলো। হ্যাঁ, Hieroglypher deshe পড়ার আগে পর্যন্ত আমার জ্ঞান ওই পিরামিড এর ছবি , ব্যান্ডেজ জড়ানো মমি আর ক্লিওপেট্রা অবধিই সীমিত ছিল। কিন্তু  এই বইটা আমাকে প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই জানতে সাহায্য করেছে। ANIRBAN GHOSH এই বইতে আমাদের মিশরের ইতিহাস পড়িয়েছেন। তবে তার পড়ানোর কায়দাটা পুরো আলাদা। তার এই ইতিহাসের ক্লাস এ আমাকে গাদা গাদা note মুখস্ত করতে হয়নি, বরং ভবেশদার মুখে গল্প শুনে শুনেই পুরো syllebus শেষ করে ফেলেছি। সব থেকে বড় কথা এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে কোনো বই পড়ছি, কেবলই মনে হয়েছে পাড়ার চা এর দোকানে বসে কোনো senior দাদার কাছ থেকে আড্ডার ছলে নতুন নতুন জিনিস জানছি।

    প্রাচীন মিশরের দেবদেবীদের ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি জেনেছি বইয়ের শুরুতেই থাকা দেবদেবীর সচিত্র বর্ননা থেকে। Egyptian দের engineering skill, mummy তৈরির বিজ্ঞানসম্মত পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ ভাবে জানিয়েছেন লেখক অনির্বাণ ঘোষ। বাংলা, ইংরেজির পাশাপাশি খুব সামান্য Hieroglyphics ও এখন পড়তে পারি এই বইটার সৌজন্যে। এত বিশাল একটা সভ্যতার কথা আমাদের সম্পূর্ন অজানা থেকে যেত যদি না  Belzoni র মতো মানুষেরা নিজেদের comfort zone থেকে বেরিয়ে এসে অসীম ধৈর্য্য ও অধ্যবসায়ের সাথে খনন কার্য চালিয়ে মিশরের প্রত্নতাত্ত্বিক বিস্ময় গুলোকে আবিষ্কার করতেন বা Champollion মত লোক , যারা চরম অর্থকষ্ট সহ্য করে, নিজের জীবনী শক্তির আহুতি দিয়েছিলেন Hieroglyphics এর পাঠোদ্ধারের জন্য। লেখক কিন্তু নিষ্ঠার সাথে তাদের প্রত্যেকের রোমহর্ষক আবিষ্কারের কথা এমনকি তাদের জীবনীর কিছু অংশও প্রকাশ করেছেন বইয়ের পৃষ্ঠা সংখ্যার সীমাবদ্ধতার সত্ত্বেও।

    বিশ্বের বিভিন্ন সভ্যতার ওপর মিশরের সভ্যতার প্রভাবের কিছু কিছু চমকপ্রদ তথ্য এই বই থেকে জানা যায়। শুধু Egypt ই নয়, আমাদের দেশের বিভিন্ন ঐতিহাসিক কাহিনী যেমন Holwell Monument সাথে Obelisk এর সম্পর্ক বা Napoleon টিপু সুলতানের আঁতাতের কোথাও আছে এখানে।

    HIEROGLYPH ER DESHE একটি graphic novel, এর অন্যতম মুখ্য আকর্ষন হলো এর ছবিগুলো। ছবিগুলো যেমন একদিকে বইয়ের তথ্যের পরিপূরক হিসেবে কাজ করেছে ওপর দিকে কিছু কিছু ছবি তো নিজেই এক একটা তথ্য। মোট কথা অন্যান্য তথ্যমূলক বই পড়ার মতো এটাকে পড়তে গিয়ে বারবার Google করতে হয়নি reference এর জন্য । তথ্য ও চিত্রে ভরপুর complete package এই বই টাকে বাংলায় Egypt এর Encyclopedia বল্লে কোনো ভুল হবেনা। বাংলায় আর এরম কোনো বই আমার নজরে আসেনি।

    বইটার review লেখার সময়ে এটাকে fiction না non fiction এর আওতায় ফেলবো এই নিয়ে আমি বেশ দ্বন্দ্বে পড়ি। একদিকে যেমন সরস তথ্য পরিবেশন, অপর দিকে সুমন্ত, PG আর ভবেশদার বধুত্বের light moments খুব ই উপভোগ্য। সর্বোপরি বইটির climax এ প্রকাশ পায় ইতিহাস পাঠের সমান্তরালে বর্তমান timeline এ চলা একটি thriller, যা পাঠকদের পরবর্তী পর্বের জন্য মুকিয়ে রাখবে। এককথায় ANIRBAN GHOSH তার লেখনীতে নীলনদ আর গঙ্গার এমন মেলবন্ধন করেছেন যা পাঠক হিসেবে আমি খুব উপভোগ করেছি।

 

আমার rating - ★★★★1/2 /★★★★★

 

hieroglyph er deshe anirban ghosh bengali book review
HIEROGLYPH ER DESHE ANIRBAN GHOSH BENGALI BOOK REVIEW

পরিশেষে/ CONCLUSION-

    HIEROGLYPH ER DESHE বইটি লেখক ANIRBAN GHOSH এর অক্লান্ত পরিশ্রমের ফসল। তিনি যেভাবে প্রায় গোটা প্রাচীন মিশরিয় সভ্যতার ইতিহাসকে সীমিত পৃষ্ঠার একটি বইএ বন্দী করেছেন তাতে শুধুমাত্র তার পরিশ্রম ই নয়, দেশটার ইতিহাসের প্রতি তার আবেগেরও যথেষ্ট প্রমান পাওয়া যায়। তাই আমার মতে লেখকের এই উৎকৃষ্ট কাজের প্রতি শ্রদ্ধা রেখে internet এ HIEROGLYPH ER DESHE PDF DOWNLOAD জাতিও link এড়িয়ে, বইটিকে অবশই নিজের সংগ্রহে রাখুন।  

 

আরও পড়ুন

    দ্বন্দ যুদ্ধের  ২৩ টি সত্য কাহিনী, যেগুলো ঘটেছিল দুজন মানুষ, মানুষ হিংস্র বন্য জীব বা দুই বন্য প্রাণীর মধ্যে লেখনীতে তর্কসপেক্ষে ভারতবর্ষের শ্রেষ্ঠ  comics শিল্পী ময়ূখ চৌধুরী পড়ুন রোমহর্ষক কাহিনীর সংকলন এই বই ডুয়েল/ DUEL এর পাঠপ্রতিক্রিয়া নিচের লিঙ্ক click করে

https://amitsreviews.blogspot.com/2020/08/duel-mayukh-chowdhury-bengali-book-review.html