Thursday, July 30, 2020

SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW | সূর্যতামসী কৌশিক মজুমদার পাঠপ্রতিক্রিয়া

SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW is review of SUSPENSE THRILLER SURJOTAMOSI where mysterious murders happened in different timelines.

SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW
SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW

SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW | সূর্যতামসি কৌশিক মজুমদার পাঠপ্রতিক্রিয়া 


SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW সূর্যতামসি (SURJOTAMOSI / SURJOTAMOSHI) এর শুরু উনিশ শতকের শেষ দশকের এক কুয়াশবৃত শীতের রাত এর মধ্য দিয়ে। যে রাতে কলকাতার চীনে পাড়ায় একটি অদ্ভুত খুন হয়। ২০১৮ সালে চন্দননগরেও ঠিক একই ভাবে আরেকটা খুন হয়। নিতান্তই কাকতলীয় না পরস্পর সম্পর্কিত এই ঘটনাগুলোর পেছনে জড়িয়ে আছে এক ভয়ানক ষড়যন্ত্র!




বই এর নাম- সূর্যতামসি (SURJOTAMOSI / SURJOTAMOSHI) 

লেখক - কৌশিক মজুমদার ( KAUSHIK MAJUMDAR)


 SURJOTAMOSI / SURJOTAMOSHI Amazon link- 

 প্রধান চরিত্রে-  প্রিয়নাথ মুখোপাধ্যায়, তারিনী চরণ রায়, সাইগারসন মহেলস, তুর্বসু রায়, গণপতি, প্রমুখ।

BOOK SUMMARY | প্রধান ঘটনা -


কৌশিক মজুমদার ( KAUSHIK MAJUMDAR) এর সূর্যতামসি (SURJOTAMOSI / SURJOTAMOSHI) বইটার সাথে আমার আলাপ BOOOK FARM প্রকাশিনীর Facebook পেজ এর দৌলতে। প্রকাশের পর থেকেই বইটা নিয়ে প্রচুর লেখালিখি আর বিভিন্ন পাঠকের মুগ্ধ পাঠপ্রতিক্রিয়া আমাকে বইটার প্রতি আকৃষ্ট করে। বলাবাহুল্য KAUSHIK MAJUMDAR এর লেখা এটা আমার পড়া প্রথম বই।


মূল গল্পটা দুটি timeline অনুসরণ করে। প্রথমটা ঊনবিংশ শতকের সায়াহ্নে কলকাতার, যেখানে নেটিভ দের জন্য বরাদ্দ একটি পাগলা গারদ থেকে নিখোঁজ হচ্ছেন একের পর এক কুখ্যাত পাগল আর তিলোত্তমা নগরী প্রস্তুতি নিচ্ছে কার্টার নামক একজন ভূ বিখ্যাত ইউরোপিয়ান জাদুকরের stage show প্রত্যক্ষ করার। কিন্তু এরই মধ্যে চীনা পাড়ায় ঘটে গেল এক অদ্ভুত খুন, যেটি করা হয় কুখ্যাত চৈনিক গুপ্তসমিতির নিষিদ্ধ কায়দায়। এই খুনের তদন্তের ভার পরে বাঙালি পুলিশ আধিকারিক প্রিয়নাথ মুখোপাধ্যায় এর ওপর। এদিকে সেই কার্টার সাহেবের ম্যাজিক শো তে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা যার জেরে প্রাণ যায় দুজনের। তদন্ত সূত্রে প্রিয়নাথের আলাপ হয় সাইগারসন নামে এক অদ্ভুত সাহেবের সঙ্গে যার অপরাধের অকুস্থলে উপস্থিতি এবং ক্রিয়াকলাপ পাঠকের মনে তীব্র সন্দেহের সৃষ্টি করে। এই আপাত বিচ্ছিন্ন ঘটনা গুলো কি পরস্পরের পরিপূরক। সবথেকে আশ্চর্যের বিষয় যে ব্রিটিশ সরকার উত্তরাখণ্ডের এক দুর্গম জঙ্গলে একটি বাঘ মারার ঘটনাও বিশদভাবে লিপিবদ্ধ করতো ( তথ্যসূত্র-The Jim Corbett Omnibus) , সেই সরকার ও ওই খুন আর ম্যাজিকশো এর দুর্ঘটনার বিষয়ে আশ্চর্যজনক ভাবে নীরব। তাহলে ঐ ঘটনাগুলি কি নিছকই eyewash যার নেপথ্যে রয়েছে কোনো গূঢ় ষড়যন্ত্র, যা প্রকাশ পেলে ইতিহাস বইয়ের পাতা পর্যন্ত পাল্টে যাবে?



সূর্যতামসি (SURJOTAMOSI / SURJOTAMOSHI) এর দ্বিতীয় timeline এ 2018 সালের Chandannagar এ ঘটে একটি খুন। ঠিক আগের চীনে পাড়ার খুনের কায়দা অনুসরণ করে এখানে হত্যা করা হয় সরকারি সংগ্রহসালার এক আধিকারিককে। এই দুই ঘটনা কি নিতান্তই কাকতলীয় নাকি এদের মধ্যে রয়েছে এক সুক্ষ যোগসূত্র। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এই খুনের সাথে জড়িয়ে পড়া তরুণ গোয়েন্দা তুর্বসু কি পারবে এর সমাধান করতে নাকি তাকেও এই গভীর ষড়যন্ত্রের বলি হতে হবে ? জানতে হলে পড়তেই হবে কৌশিক মজুমদার ( KAUSHIK MAJUMDAR) এই রুদ্ধশ্বাস উপন্যাস সূর্যতামসি (SURJOTAMOSI / SURJOTAMOSHI)।

SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW
SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW


BOOK REVIEW | আমার মতে -


আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে KAUSHIK MAJUMDAR এর লেখা প্রথম বারের জন্য পড়েই ওনার fan হয়ে গেলাম। উপন্যাসটিকে শুধু গোয়েন্দা উপন্যাসের শ্রেণীতে ফেললে লেখকের প্রতি যথেষ্ট ন্যায় বিচার করা হবেনা কারন পুরনো কলকাতার যে পুঙ্খানপুঙ্খ বর্ণনা এই বইতে তিনি দিয়েছেন পড়তে পড়তে অনেক সময়ই পাঠকের তা শ্রীপান্থের কলকাতা বা সুনীল বাবুর সেইসময় হিসেবে ভ্রম হতে পারে। সব থেকে ভালো লাগলো বাংলার বিভিন্ন জায়গার নামকরণের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। Sherlock Holmes  এর case study, ব্যোমকেশ বক্সীর ক্ষুরধার বিশ্লেষণ আর ফেলু মিত্তিরের অভিযান , সব কিছুরই স্বাদ পাওয়া যাবে এতে। আর রয়েছে প্রতিটি পাতায় রুদ্ধশ্বাস রহস্য বিবরণী যা Netflix এর বিভিন্ন suspense thriller কেও অনায়াসে হার মানায়। সত্যজিৎ রায়ের বই এর মত গল্পের মাঝে মাঝে বিভিন্ন ঘটনার স্কেচ উপন্যাস টিকে আরো উপাদেয় করে তুলেছে। উপন্যাস টির এই খণ্ডটি শেষ হয়েছে পাঠকের মনে অনেকগুলি প্রশ্নের উদ্রেক করে, পরবর্তী খণ্ড বেরোনো পর্যন্ত যা তাদের ব্যাস্ত রাখবে আপন মানসে রহস্যের বিভিন্ন সমাধানসূত্র খুঁজতে। এক কথায় এই ধরণের রহস্য উপন্যাস অতি সম্প্রতি আমি দেখিনি।  সূর্যতামসি (SURJOTAMOSI / SURJOTAMOSHI) পড়ার পর   কৌশিক মজুমদার ( KAUSHIK MAJUMDAR) এর অন্যান্য বই গুলোও পড়ে ফেলার প্রবল ইচ্ছে তৈরি হলো।

SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW
SURJOTAMOSI KAUSHIK MAJUMDAR BENGALI BOOK REVIEW


আমার rating - ★ ( মতামত নিতান্তই ব্যক্তিগত)


কৌশিক মজুমদার ( KAUSHIK MAJUMDAR) এর অন্যান্য জনপ্রিয় বই- 

  1. নোলা (NOLA)- https://amzn.to/3jcjf7c
  2. হোমসনামা(Holmesnama)- https://amzn.to/3fyvnNI

CONCLUSION | কিছু কথা- 

বাংলা ভাষায় বই পড়ুন ও অপরকে পড়তে উদ্বুদ্ধ করুন। মনে রাখবেন শুধু লেখকরাই নয় পাঠকরাও কোনো ভাষার উৎকর্ষ সাধনের সমান অংশীদার। কোনো উদ্যম ই অর্থনৈতিক ভাবে স্বচ্ছল না থাকলে সফল হয়না। তাই সাধ্য মতো বই কিনুন। নিজে পড়ুন , অন্যকে উপহার দিন। অনেক ওয়েবসাইটে হয়তো দেখতে পাবেন SURJOTAMOSHI/ SURJOTAMOSI PDF DOWNLOAD এর মত লিংক। এই ধরণের PIRACY গুলোকে এড়িয়ে চলুন।  এতে গ্রন্থ জগতের সাথে জড়িত মানুষের বিশেষ করে লেখক, প্রকাশক, বইয়ের দোকানী প্রমুখোদের উপকার হবে। তারাও নতুন উদ্যমে আমাদের ভবিষ্যতে আরো ভালো ভালো বই উপহার দেওয়ার জন্য আগ্রহী হবেন।

আমার এই লেখাটি কেমন লাগলো comment section এ জানান। আরো কোন কোন বই এর পাঠপ্রতিক্রিয়া জানতে চান তাও বলুন। আপনাদের মতামত ও সমালোচনা ভবিষ্যতে আমার লেখার ভুল ত্রুটি গুলো শুধরে নিয়ে আরো ভালো কিছু লিখতে আমাকে উদ্বুদ্ধ করবে।

Please subscribe to my blog by doing EMAIL SUBSCRIPTION at the end of the page to get notifications of the new posts into your email at the earliest.


AMIT KUMAR DEBNATH

Author & Editor

Hey there! Welcome to my world. I am Amit. Born in the suburbs of Kolkata. A banker by profession I am fond of reading and traveling. I stepped into the world of blogging through my travel blog TRAVEL WITH ME. In this blog, I share the logs of my exciting journeys in such a way that you could get a clear account of the tour. My intention is to inspire you through my blog posts to visit those places and assimilate to the local culture by yourselves. I want to raise the thirst of travel among you. My second venture is AMIT'S REVIEWS, Which is a blog pertained to book review. Sandwiched between the thight schedule of professional and personal life whenever I get some spare time I use to read. I like books of every gener. Through this blog, I will provide you reviews of wide range of books so that you can handpick them according to your choice and start reading. Most of my blog posts will be in Bengali but many of them will be in English also. For more details please visit ABOUT page of my blog.

2 comments:

  1. Loved your way of reviewing Surjotamosi. Could you please suggest any book that vividly holds Chinatown, Kolkata and their culture who stayed back in kolkata during 18th century. It would be of great help. Thank you �� and congratulations for your endeavor.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your feedback. I will definitely search for your query and will post you asap.

      Delete

Thank you for your participation. Please do not post any offensive language or spam.